স্টাফ রিপোর্টার, ভূরুঙ্গামারী ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী কাঠগীর সীমান্তে বিদ্যুতের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত ১২ ডিসেম্বর-২০১৫ ইং শনিবার উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাঠগীর সীমান্তে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সরকারের ঘোষনা অনুযায়ী উপজেলার ছোট গাড়লঝড়া ছিটমহলের ২৭টি পরিবারকে বিদ্যুৎ দেয়ার লক্ষে পল্লী বিদ্যুত সমিতি বিদ্যুৎ সংযোগের প্রস্তুতি গ্রহন করে। ছিটমহলের কাজ শেষ না করতেই পল্লী বিদ্যুৎ সমিতি ছিটমহলের এলাকা ছাড়াও ছিটমহলের পশ্চিম পাশে অবৈধভাবে আরও ৩৩টি সংযোগ স্থাপনের প্রস্তুতি নেয়। ছিটমহলের পূর্ব অংশের এলাকা বাদ দিয়ে পশ্চিম অংশে কাজ শুরু করলে এলাকাবাসী বাধা দিলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এলাকাবাসী জানায়, কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন ও কিছু সংখ্যক দালাল মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছিটমহলের কাজ বন্ধ রেখে কাঠগীর মধ্যপাড়ায় উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ বাদ দিয়ে ছিটমহলের নাম করে ছিটমহলের পশ্চিম অংশে কাজ করায় এলাকাবাসী বাধা দিলে পল্লী বিদ্যুতের ঠিকাদার ও দালালদের সাথে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিদ্যুতের দাবীতে মানববন্ধ করে এলাকাবাসী। মানববন্ধনে তারা ছিটমহলের কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি তাদের এলাকায় বিদ্যুৎ সংযোগের দাবী জানায়। ছিটমহলবাসী জানায়, ছিটমহলের কাজ বন্ধ রেখে ছিটমহলের পশ্চিম অংশে বিদ্যুৎ সংযোগের কাজ করার তাদের বিদ্যুৎ সংযোগ দিতে দেরি হচ্ছে।