ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ন্যাশনাল আওয়ামী পার্টির উদ্যোগে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী পল্লীতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী পালন ও আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী।
ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। মনিরুজ্জামান খান ভাসানীর সভাপতিত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান রেজা, সাধারণ সম্পাদক রফিক, মওলানা ভাসানী মুরিদান অনুসারি সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ আজাদ ও ভূরুঙ্গামারী ভাসানী পরিষদের সদস্য ইউনুস আলী বক্তব্য রাখেন।
ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান হাসরত খান ভাসানী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মওলানা ভাসানী অবদান কোনো অংশেই কম নয়। বাংলাদেশের উন্নয়ন করতে হলে সকলকে মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করতে হবে।