স্টাফ রিপোর্টার, ভূরুঙ্গামারী ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধা আ.ব.ম নকীব উদ্দিন মন্ডলের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে।
গত রোববার সকালে উপজেলা কোর্ট মসজিদ প্রাঙ্গনে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভাঃপ্রাঃ) মামুন ভুঁইয়া, অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, ডেপুটি কমান্ডার আলম মন্ডল প্রমুখ। পরে ওই একই স্থানে সকাল ১০.৩০ মিনিটে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে উপজেলা সরকারী কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য গত শনিবার বার্ধক্যজনিতকারনে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন (ইন্নানিল্লাহে —– রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তিনি ২ স্ত্রী ৩ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।