স্টাফ রিপোর্টার, ভূরুঙ্গামারী ঃ
উৎসব মুখর পরিবেশে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদা শাহনাজ ভোট কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ডাঃ আঃ জলিল সরকার প্রমুখ। অত্র মাদ্রাসার সুপার গোলাম মোস্তফার সার্বিক ওত্ত্বাবধানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ১০ম শ্রেনীর ছাত্রী সাবিনা ইয়াসমিন, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ৯ম শ্রেনী ছাত্রী রোকসানা ও ৮ম শ্রেনীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস। গণনা শেষে সর্বোচ্চ ভোটে ৮ জন স্টুডেন্ট কেবিনেট প্রতিনিধি নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন ৬ষ্ঠ শ্রেনীর ফারিহা জান্নাত শিমু, জান্নাতী খাতুন, ৭ম শ্রেনীর আশা মনি, শারমিন খাতুন, ৮ম শ্রেনীর শারমিন খাতুন, ৯ম শ্রেনীর হেপি খাতুন, মল্লিকা খাতুন, ১০ম শ্রেনীর মাহবুবা খাতুন।