23-12-15

এ,এস, খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
৬ দফা দাবী আদায়ের লক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ক্যাডার, ননক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি ভূরুঙ্গামারীর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসুচী পালিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা (ভাঃপ্রাঃ) ডাঃ আবু সায়েম, উপজেলা প্রকৌশলী এনতাজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভাঃপ্রাঃ) মুকুল চন্দ্র বর্মন, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী প্রমুখ। বক্তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
দাবীগুলো হচ্ছে, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে, বেতন-ভাতার বিলে ইউএনও উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর প্রদানের প্রজ্ঞাপন বাতিল করতে হবে, ক্যাডার নন-ক্যাডার বৈষম্য নিরসন করতে হবে, পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে, সকল বিভাগের সর্বোচ্চ কর্মকর্তাদের পদমর্যদা একই হতে হবে, সিলেকসন প্রেড ও টাইমস্কেল পূর্নবহাল করতে হবে। মানববন্ধনে উপজেলা সদরের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *