ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ফরিদুল ইসলাম (২১) কে তার নিজ বাড়ি থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোঃ কাবিল খাঁন এর বসতবাড়ি হতে তার পুত্র মো: ফরিদুল ইসলাম (২১) কে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, ফরিদুল ইসলাম দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসায় এলাকার যুব সমাজে মাদক সেবির সংখ্যা ক্রমশ বাড়ছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।