স্টাফ রিপোর্টার, ভূরুঙ্গামারীঃ
দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে একটিতে আওয়ামীলীগ, দুটিতে বিএনপি, তিনটিতে জাতীয় পার্টি ও একটিতে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কন্ট্রোল রুম থেকে স্ব-স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তাগন এ ফলাফল ঘোষনা করেন।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে, জয়মনিরহাট ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত জালাল উদ্দিন(নৌকা) ৩ হাজার ৭শ ২৩ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী (ধানের শীষ) ৩ হাজার ৬শ ৩৫ ভোট, তিলাই ইউনিয়নে বি,এন,পি মনোনীত ফরিদুল হক শাহিন শিকদার (ধানেরশীষ) ৩ হাজার ৮শ ২৯ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন মন্ডল(নৌকা) ৩ হাজার ৩শ ২২ভোট, বলদিয়া ইউনিয়নে বিএনপি মনোনীত মোখলেছুর রহমান (ধানের শীষ) ৫ হাজার ৩শ ৩২ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজ্জাম্মেল হক (জাতীয় পার্টি) ৪ হাজার ৫শ ৫৩ ভোট, বঙ্গসোনাহাট ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত শাহজাহান আলী (লাঙ্গল) ৪ হাজার ৪৫ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়নুল ইসলাম (নৌকা) ৩ হাজার ৫শ ৭১ ভোট, পাইকেরছড়া ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত আব্দুর রাজ্জাক (লাঙ্গল) ৫ হাজার ৩শ ১০ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জব্বার সরকার (আনারস) ৪ হাজার ৫শ ৮৫ ভোট, চরভূরুঙ্গামারী ইউনিয়নে জাতীয় পার্টি মনোনিত এ,টি,এম ফজলুল হক (লাঙ্গল) ৪ হাজার ৮৩ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম (নৌকা) ৩ হাজার ৮শ ৯ ভোট, আন্ধারীঝাড় ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রাথী রাজু আহমেদ খোকন (ঘোড়া) ৫ হাজার ৩শ ৭৯ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল হক মন্ডল(নৌকা) ৫ হাজার ৫২ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে উপজেলার ৭টি ইউনিয়নে ৬৭টি ভোট কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন