ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আদাতলা বাজার কমিটির নাইটগার্ড তাজাম্মুল ওরফে জংলিবিএনপিকে কালো পোষাক পরিহিত একদল ডাকাত অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের আদাতলা বাজারের নাইটগার্ড মঙ্গলবার রাত প্রায় সোয়া ১টার দিকে বাজার পাহাড়ারত ছিলেন। অতর্কিত ৬/৭জন কালো পোষাক পরিহিত মুখোষধারী ঐ বাজারে ডাকাতী করতে আসলে হরিপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে তাজাম্মুল ওরফে জংলিবিএনপি(৫৫) তাদের বাধা দিলে তাজাম্মুলকে হাত-পা বেঁধে বেঁধে রেখে বেধড়ক ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। তাজাম্মুলের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাজাম্মুলকে দ্রুত স্থানীয হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রাজশাহী স্থানান্তর করলে জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী নামকস্থানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মহসীন আলী বলেন, লাশ ময়না তদন্তের মর্গে পাঠানো হয়েছে এবং যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *