mail.google

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ব্র্যাক পল্লী সমাজের সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচীর আওতায় মঙ্গলবার সকাল ১০টায় নামো মুশরীভূজা পল্লী সমাজ সদস্যদের দীর্ঘ ১৮ বছর পর তাদের কার্যক্রম আপগ্রেড এ উত্তীর্ণ হলে এ বিষয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত ২৩নং নামো মুশরীভূজা পল্লী সমাজ সভা প্রধান শাবনুর বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নবনির্বাচিত মেম্বার হাবিবুল্লাহ্ মেজবাহ। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচী সিনিয়র জেলা ব্যবস্থাপক পঙ্কজ কুমার বিশ্বাস, গ্রাম সরদার আলকাস আলী, ব্র্যাক জেলা প্রতিনিধি শাহিন সুলতান, ভোলাহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, ব্র্যাক আইন সহায়তা কর্মসূচীর শারমিন আক্তার, ডেমিয়েন ফাউন্ডেশন ভোলাহাট-এর সিনিয়র টি,এল,সি,এ মামুনুর রশিদ নবনির্বাচিত মহিলা সদস্যা বিবিয়ারা খাতুন ও মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে এলাকার বাল্যবিবাহরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, স্বাস্থ ও শিক্ষা বিষয়ে ২৩নং নামো মুশরীভূজা পল্লী সমাজ সদস্যদের কার্যক্রমে সুফল অর্জন করায় তাদের আপগ্রেড ঘোষণা দেয়া হয়। সভায় পল্লী সমাজের কোষাধ্যক্ষ আছিয়া বেগম হিসেব-নিকাশ তুলে ধরে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন