ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা বুধবার সকাল পৌনে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন আলী ও জগলুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার এস.এম. মুঞ্জুর-এ মওলা, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সমবায় অফিসার সালউদ্দিন সিদ্দিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আরিফা সুলতানা, সদস্য আব্দুল কাদির মাষ্টার, শাহনাজ খাতুন। অনুষ্ঠানে বক্তারা আগামী দিনগুলিতে দুর্নীতি প্রতিরোধে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের সহযোগিতা নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।