mail.google
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভোলাহাট উপজেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় যথাযথ ভাবে তাদের নিজস্ব কার্যালয়ে পালন করে। এ উপলক্ষ্যে উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আল-হেলাল। অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, দলদলী ইউপি সভাপতি প্রভাষক তরিকুল ইসলাম টুনু, বিএনপি নেতা আব্দুল বারী মেম্বার, যুবদলের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক লাল দেওয়ান, যুবনেতা আলহাজ্ব একরামুল হক ছাত্রদলের সভাপতি সেলিমরেজা, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, কোষাধ্যক্ষ ও তারেক জিয়া পরিষদের আহবায়ক বিএম রুবেল আহমেদ প্রমূখ।
এর আগে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তাদের কার্যালয় হরত একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় কেক কেটে স্থানীয় বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীদের মাঝে মিষ্টিমুখ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।