ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রাণ কোম্পানীর মালামাল সরবরাহকারী ইঞ্জিনচালিত ভুটভুটি শিবগঞ্জ যাবার পথে ড্রাইভার গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তার সাথে থাকা প্রাণ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
হাসপাতাল ও ড্রাইভার সূত্রে জানা গেছে, উপজেলার বিলভাতিয়া বিলের ফলিমারী নামক স্থানে বুধবার সকাল সোয়া ১১টা দিকে প্রাণ কোম্পানীর বিভিন্ন মালামাল সরবরাহকারী ইঞ্জিনচালিত একটি ভুটভুটি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ভুটভুটির ড্রাইভার উপজেলার মুশরীভূজা গ্রামের রাফিজুল ইসলামের ছেলে রফিকুল(২২) ও গাড়ীতে থাকা প্রাণ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ শিবগঞ্জ উপজেলার কানসাটের জনৈক ব্যক্তির ছেলে শামিম(২৫) মারাত্বক ভাবে আহত হয়। ভুটভুটির দূর্ঘটনায় ঐ স্থানে থাকা স্থানীয়রা আহত দু’জনকে দ্রুত হাসপাতালে আনলে শামিমের অন্ডকোষ বের হয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহসান হাবিব দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ড্রাইভার রফিকুল স্থানীয় হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে ও তার চিকিৎসা চলছে বলে কর্তব্যরত ডাক্তার জানান।