ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে যখন নানা তৎপর ঠিক এমন মুহুর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ওয়েবসাইট তলাবিহীন ঝুড়ির মত। এ উপজেলার www.bholahat.chapainawabganj.gov.bd ওয়েবসাইটটিতে প্রবেশ করে উপজেলার কোন দপ্তরের গুরুত্বপূর্ণ তথ্য তো দূরের কথা কর্মকর্তা-কর্মচারীদের প্রোফাইল পর্যন্ত পাওয়া যায় না। সরকার এলাকার যেসব উন্নয়নমূলক কাজ করছেন তার চিত্রগুলো পোষ্ট করা দরকার থাকলেও তা রহস্যজনক কারণে করা হয় না। শিক্ষা অফিস, কৃষি অফিস, এলজিইডি, প্রকল্প বাস্তবায়ন, যুব উন্নয়ন, মৎস্য অফিস, পরিসংখ্যান অফিস, এসিল্যান্ডসহ সকল অফিসের তথ্য এ ওয়েব সাইডে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করলে দেশের নাগরিকেরা বিশ্বের যে কোন স্থানে বসে ভোলাহাটের উন্নয়ন কিংবা সমস্যার বিষয়ে জানতে পারবেন। কিন্তু তলাবিহীন ওয়েবসাইটে কিছুই না থাকায় সরকারের তথ্য প্রযুক্তির উদ্দেশ্য কতটুকু সফল ? এ উপজেলার ওয়েবসাইটে দৈনিক তথ্য সরবরাহ হলে সচেতন নাগরিকদের কাছে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদীহিতা বৃদ্ধি পাবে এবং দূর্নীতি কমে আসবে বলে সচেতনমহল মনে করছেন। এদিকে সংবাদকর্মীরা সরকারের উন্নয়ন বা সমস্যার বিষয়ে ওয়েবসাইটে প্রবেশ করে কোন তথ্য না পাওয়ায় ছুটতে হয় সেই সব দপ্তরে। তারপরও দপ্তরে গিয়ে কর্মকর্তাদের উপস্থিতি না থাকায় পড়তে হয় চরম বেকায়দায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে ওয়েবসাইটে তথ্য সরবরাহ না হওয়ার বিষয়টি স্বীকার করেন এবং এ ব্যাপারে উদ্দ্যোগ গ্রহণও করা হয়েছে বলে জানান। তিনি বলেন, ওয়েবসাইট চলমান করতে ইতিমধ্যে সকল দপ্তরে নোটিশ করা হয়েছে। এদিকে ভোলাহাট উপজেলার অনেক দপ্তরে স্থায়ী কর্মকর্তাগণ না থাকায় ওয়েবসাইট চলমান করা সম্ভব হয়ে উঠছে না বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন