Monjur alam

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
নানা প্রতিকুলতার মধ্যে দরিদ্রতাকে জয় করে চলতি বছর ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় সোনাহাট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে মোঃ মঞ্জুর আলম জিপিএ ৫ পেয়ে আধার ঘর আলোকিত করেছে। মঞ্জুর আলমের রোল নং ১৮৮৮৩৩। পরিবারে অভাব অনটন নিত্যদিনের সঙ্গী। তার বাবা সোনাহাট ইউনিয়নের মধ্যভরতেরছড়া গ্রামের দিনমজুর মোঃ ফয়জার হোসেন অন্যের বাড়িতে শ্রম বিক্রি করে পরিবারের ভরনপোষন করে আসছে এর পরেও শত প্রতিকুলতা বাঁধা হয়ে দাড়াতে পারেনি তাদের মেধা বিকাশে। মঞ্জুর আলম জে,এস,সি পরীক্ষাতেও জিপিএ ৫ পেয়েছিল। মঞ্জুর আলম ভবিষ্যতে চিকিৎসক হতে মানুষের সেবা করতে চায়। কিন্তু এ স্বপ্ন পুরনের মাঝে দেয়াল দরিদ্রতা। ৫ ভাই ৪বোনের মধ্যে মঞ্জুর আলম সর্ব কনিষ্ঠ এবং মা মোছাঃ মালেকা বেগম একজন গৃহিনী। অন্যান্য ভাইয়েরা মেধাবী মেধাবী হওয়া সত্বেও দরিদ্রতার কারনে লেখাপড়া ছেড়ে বাবার পেশায় নিযুক্ত । মঞ্জুর আলম নিজেও বিদ্যালয়ের খরচ যোগাতে অন্যের বাড়িতে শ্রম বিক্রির করে লেখা পড়ার খরচ জোগাড় করেছে। একমাত্র বাড়ির ভিটে ছাড়া কোন আবাদী জমি নেই।
মঞ্জুর আলমের এই অসামান্য সাফল্য অভিভাবকদের মনে শংকার পাহাড়। দুচোখে অন্ধকার তার পরেও সামনে এগিয়ে যাওয়ার দুর্বার সাহস নিয়ে সকলের কাছে সার্বিক সহযোগীতা কামনা করেছে মঞ্জুর আলম । মঞ্জুর আলম তার এই অসামান্য সাফল্যের পিছনে তার অভিভাবক ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দের নিকট চীর কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *