লালমনিরহাট প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের চার বীরাঙ্গনাকে সংবর্ধনা দিয়েছেন জেলা লেডিস ক্লাব। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।
বীরাঙ্গনারা হলেন- শহরের সাহেবপাড়া এলাকার মৃত ধীরেন চন্দ্র রায়ের স্ত্রী শেফালী রানী, সদর উপজেলা গোকুন্ডা ইউনিয়নে মৃত মফিজ উদ্দিনের মেয়ে রেজিয়া বেওয়া, ইউনিয়নের তিস্তা বাড়াইটারী গ্রামের মৃত শশিমোহন বর্মনের স্ত্রী জ্ঞানো বালা ও তিস্তা শিখারটারী গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী মোসলেহা বেওয়া।
এর আগে মহান বিজয় দিবস উৎযাপনে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে দিনব্যাপী খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে জেলা লেডিস ক্লাব।
লালমনিরহাট জেলা লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পত্মী তানজিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নুরে তাসনিম জান্নাত, সদর উপজেলা নির্বাহী অফিসার জানাত আরা ফেরদৌস, কবি ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি, প্রাধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, স্বপ্না জানান প্রমুখ। অনুষ্ঠানে জেলা লেডিস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।