এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের মহেশপুরে এক ভূয়া ভেটেনারী চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিণাশ্রম কারাদণ্ডদাশে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান এ রায় প্রদাণ করেন। দণ্ডপ্রাপ্ত ভূয়া ভেটেনারী চিকিৎসক শাহানুর রহমান শাওন উপজেলার ভৈরব বাজারপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।
জানা যায়, ভৈরবা বাজারের চেম্বারে এক ভূয়া ভেটেনারী চিকিৎসক চিকিৎসা চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস,আই মনির হাজরা সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে যাচাই-বাছাই শেষে শাহানুর রহমান শাওন ভূয়া চিকিৎসক প্রমানিত হলে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিণাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ভূয়া ভেটেনারী চিকিৎসককে থানা হাজতে রাখা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না হলে তাকে আদালতে প্রেরণ করা হবে।