ঠাকুরগাঁও প্রতিনিধি॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ছোটভাই মির্জা ফয়সাল আমীনের পক্ষে শুক্রবার সকালে নির্বাচনী প্রচারনা শুরু করেন।শহরের সত্যপীর ব্রীজ এলাকা থেকে এ প্রচারনা শুরু করা হয়।সারদিন তিনি তার ভাইয়ের পক্ষে ধানের শীষের প্রচারনা চালাবেন।সারদিন তিনি শহরের ৮টি এলাকায় খুরি বৈটকে বক্তব্য রাখবেন। আজ তিনি সারা দিন ঠাকুরগাঁ^ও শহরের বিভিন্ন মহল্লায় নির্বাচনী প্রচারনা চালাবেন। রাতে তিনি তার শহরের বাড়িতে রাত্রী যাপন করবেন।শনিবার তিনি জেলার পীরগন্জ পৌরসভায় বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনা শেষে দিনাজপুর হয়ে ঢাকা উদ্যেশ্যে রওনা দেবেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।তারা হলেন- আওয়ামীলীগের মেয়র প্রার্থী তহমিনা আখতার মোল্লা,বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমীন,আওযামীলীগ বিদ্রোহী প্রার্থী এসএম সোলায়মান আলী সরকার ও স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল ইসলাম।