nouka_bich_pic-_21

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার জেলা শহর ঘেঁষে বহমান মনু নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল ৭ সেপ্টেম্বর দুপুরে। শহরের চাঁদনীঘাট এলাকা থেকে বড়হাট এলাকা পর্যন্ত ২ কিলোমিটার দৈর্ঘ্য এ নৌকা বাইচে মোট ১০টি নোকা অংশ নেয়। প্রচন্ড জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার মানুষ প্রচন্ড গরমকে উপেক্ষা করে নদীর দুই তীর, তীরবর্তী ভবনসমূহের ছাদ ও বিভিন্ন গাছের ডালে অবস্থান করে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন। মৌলভীবাজার পৌরসভা ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌরমেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও নৌকা বাইচ পরিচালনা কমিটির আহবায়ক জালাল আহমদ। বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি হুইপ মোঃ শাহাব উদ্দিন আহমেদ। প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করে রাজনগর উপজেলার অন্তেহরি গ্রামের গোপেন্দ্র কুমার দাশের (অজ্ঞান ঠাকুর) নৌকা। ২য় স্থান অধিকার করে একই উপজেলার বড়গাঁও গ্রামের কাবুল ইসলামের নৌকা ও ৩য় স্থান অধিকার করে সদর উপজেলার উলুয়াইল গ্রামের কুতুব মিয়ার নৌকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *