মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজারে অনলাইন সাংবাদিকদের ছাড়াই সিভিল সার্জনের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ভিটামিন ‘এ’ খাওয়ান, মুত্যুর ঝুকি কমান, শীর্ষক এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার ইপিআই ভবন মিলনাতনে আজ ১৩ জুলাই সকালে অনুষ্টিত হল সাংবাদিকদের সাথে ওরিন্টেশন কর্মশালা। মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব ও সাধারন সম্পাদক এস.এম উমেদ আলী। রিসোর্সপারসন হিসাবে উপস্থিত ছিলেন- ডাঃ জাহিদুল ইসলাম ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। কর্মশালায় জানানো হয় আগামী ১৬ জুলাই জেলায় ৬-১১ মাস বয়সী ২৭হাজার ৫শত ৬জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২লাখ ৩৪হাজার ৬শত ৬১জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিক ছাড়া জেলা পর্যায়ে অন্য কোন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের ওরিন্টেশন কর্মশালায় অংশ গ্রহনে আমন্ত্রন না জানানোয় প্রতিনিধিগন অংশ গ্রহন করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *