mail-google

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার জেলার হত দরিদ্র মানুষের মধ্যে ইনার উইলার ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক- ৩২৮ এর ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল ১০ সেপ্টেম্বর শনিবর বিকেলে শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাধুরী মজুমদারের সভাপতিত্বে ও শাহীনা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হতদরিদ্র মানুষের হাতে ঈদবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল। বিশেষ অতিথি ছিলেন- সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম ও নারীনেত্রী বেগম নুরজাহান সুয়ারা। বক্তব্য রাখেন- মৌলভীবাজার ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভানেত্রী রোকেয়া মাহবুব চৌধুরী, শিক্ষক অপরাজিতা রায়, রহিমা বেগম, রীতা দত্ত, সদস্য ইসমত আরা মুন্নী, নিলুফা জেসমিন মুক্তি, খুরশিদা আমিন খুকু, সৈয়দা খয়রুন্নেছা ইয়াসমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *