ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গতকাল ২০ আগষ্ট শনিবার সকালে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.কিউ.এম নাছির উদদ্ীনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কনফারেন্সে সিভিল সার্জন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, বিভাগীয় বন কর্মকর্তা, জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, জেলা ম্যাজিস্ট্রেট-এর প্রতিনিধি সহকারী কমিশনার, সহকারী বন সংরক্ষক, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কনফারেন্সের শুরুতে শুভেচ্ছা জানিয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.কিউ.এম নাছির উদদ্ীন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা সমূহের সুষ্ঠু বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান সম্পর্কে আলোকপাত শেষে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিচারক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।