ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজারে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ ২৮ আগষ্ট সকাল ১১টায়। মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখস্থ রাজপথে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাও: ইসলাম উদ্দিনের পরিচালনায় ও সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস এর সহ-সভাপতি আব্দুল হাই উত্তরসূরি, সহ-সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান শামীম, প্রশিক্ষণ সম্পাদক মাও: ইসমাইল আলী, জেলা শাখার প্রচার সম্পাদক মাও: তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও: বদর উদ্দিন, পৌর শাখার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাও: লুৎফুর রহমান কামালী ও বাংলাদেশ ছাত্র মজলিসের নেতৃবৃন্দ।