mail.google

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. সাইফুর রহমানের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে আজ ৫ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের নিজ বাড়ীতে মিলাদ মাহফিল দোয়া ও শিরনী বিতরণসহ নানা কর্মসূচি পালণ করা হয়। মরহুমের পুত্র মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান এবং সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা সংসদ সদস্য বেগম খালেদা রব্বানীসহ জেলা বিএনপি, এর সকল অংগ-সংগঠনের নেতাকর্মীরা ও সর্বস্তরের বিভিন্ন লোকজন দূপুর ১২টার দিকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন করেন। দুপুর ১টার দিকে মরহুমের কবর সংলগ্ন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও দোয়া। এরপর শিরনী বিতরণ করা হয়। মরহুম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান তিন তিনবার অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে ১২ বার জাতীয় বাজেট পেশ করে এ উপমহাদেশ তথা গোটা বিশ্বে রেকর্ড সৃষ্টি করেন। অতুলনীয় মেধার অধিকারী এম. সাইফুর রহমান বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন। এম. সাইফুর রহমান প্রথমে মৌলভীবাজার পরে সিলেট এমসি কলেজ এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন করেন। সেখানে তিনি চাটার্ড একাউট্যান্ট হিসাবে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে দেশে ফিরে বিএনপি’র প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে অগ্রাধিকার ভিত্তিতে সিলেটের উন্নয়নের শর্তে বিএনপি’র রাজনীতিতে যোগদান করে পরিনত হন ব্যতিক্রমী একজন পরিপূর্ণ রাজনৈতিক নেতা।

উল্লেখ্য, এম. সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তাঁর প্রিয় জন্মভূমি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামের নিজ বাড়ী থেকে ঢাকায় যাবার পথে ঢাকা-সিলেট মহা সড়কের ব্রাম্মনবাড়িয়া জেলার খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *