ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট: ২৩০৫ এর শেরপুর আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক প্রয়াত নয়ন সরকারের পরিবারের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ১ লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর উপলক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের শেরপুর বাইপাস রোডস্থ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। শেরপুর আঞ্চলিক কমিটির সভাপতি শংকর দাশের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মোঃ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মীর মোঃ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন- ইউনিয়নের জেলা সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, আঞ্চলিক কমিটির উপদেষ্ঠা দিলিপ দাশ ও পিলু খান, সহ-সভাপতি ইকবাল হোসেন, প্রচার সম্পাদক রুস্তুম আলী, ওয়াসীম মিয়া প্রমূখ। হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মোঃ মোস্তফা কামালসহ উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ১ লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে প্রয়াত নয়ন সরকারের স্ত্রী পূর্ণিমা সরকার ও শ্বশুর উপেন্দ্র কুমার সরকারের হাতে তুলে দেন। এ সময় আবেগ আল্পুত নয়ন সরকারের শ্বশুর উপেন্দ্র কুমার সরকার বলেন- হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের স্বর্বাত্মক সহযোগিতা, পরামর্শ ও অক্লান্ত ভূমিকার প্রেক্ষিতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে টাকাগুলি পেয়েছি। নয়ন একটি আদর্শিক সংগঠনের সাথে যুক্ত ছিল বলেই তার মৃত্যুর পর আমি বা আমার মেয়ে কখনও নিজেদেরকে একা মনে করিনা। রোড এক্সিডেন্টে মৃত্যুর পর তার লাশ থানা হতে বাড়িতে নিয়ে যাওয়া থেকে শুরু করে সৎকার পর্যন্ত সংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতার কথা আমরা কোনদিন ভুলবনা। তাৎক্ষণিকভাবে সংগঠন যে আর্থিক সহযোগিতা করেছিল আজ আমি সেটাও কৃতঞ্জতার সাথে স্মরণ করছি। আমি যদি এই সংগঠনের জন্য কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো। উল্লেখ্য- নয়ন সরকার মাত্র ৩৬ বছর বয়সে গতবছর ২০ ডিসেম্বর এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুটি শিশুপূত্র রেখে গেছেন।