ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার সরকারী কলেজে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়েছে আজ ৩ সেপ্টেম্বর সকালে। কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক (রসায়ন) মোঃ রফি উদ্দিন। জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন- জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা, জেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ শামসুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল ও মিছবাউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী ও সাবেক মহিলা সংসদ সদস্য বেগম হোসনে আরা ওয়াহিদ। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম সরকারের গৃহীত জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী পদেক্ষেপের প্রশংসা করে, সকলকে জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়াবার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান বলেন- সাড়া দেশব্যাপী এ ধরনের সভার কার্যক্রম অব্যাহত থাকলে একসময় দেশে জঙ্গীদের অস্তিত্ব বিলীন হতে বাধ্য। তিনি আরও বলেন- মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যে দেশ স্বাধীন করেছি, সে দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান হবেনা। জননেত্রী শেখ হাসিনা সরকার সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখছে। বর্ষীয়ান এ নেতা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে, দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করেন।