আশানুর রহমান আশা, বেনাপোল–
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ।
আজ ২৩ মার্চ (বুধবার) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য তাদের অভিভাবকদের নিকট সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক বই (গাইড) ও শিক্ষা উপকরণ প্রদান করেন।
নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ বলেন, রুপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমি, রুপদিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়, জিরাট আলিম মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেশকিছু মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা অর্থাভাবে বই ক্রয় করতে না পেরে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এবং কয়েকজন পরিষদে এসে আমার কাছে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আজ তাদের হাতে প্রয়োজনীয় সকল বই ক্রয় করে তাদের অভিভাবকদের নিকট প্রদান করা হয়েছে।
তিনি আরোও বলেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বই ক্রয়ের করতে না পারার কারণে লেখাপড়া যাতে বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে সেই সকল মেধাবী শিক্ষার্থীদের হাতে এই পাঠ্যপুস্তক প্রদান করা হয়। এই মেধাবী শিক্ষার্থীরা যাতে নতুন অদ্যমে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে। কোন শিক্ষার্থী যাতে পাঠ্য পুস্তকের অভাবে ভালভাবে লেখাপড়ায় কোন ক্ষতি না হয় তার জন্য আমি সর্বদা সহযোগিতা করবো।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুধান্য দাস, ফসিয়ার রহমান, মকবুল হোসেন, শিউলী খাতুন, তানজিলা খাতুন, মনিরুজ্জামান সাকির।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরণ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহেল রানা সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
এসেছে