ইশরাত জাহান চৌধুরী মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামীলিগের এক কর্মী সভা মঙ্গলবার(১০ আগষ্ট) ইউপি কার্যালয়ে অনুষ্টিত হয়। ফতেপুর ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও অমল দাশের পরিচালনায় অনুষ্টিত কর্মী সভায় প্রথমে কেন্দ্রীয় কমিঠি থেকে আসা পত্র পড়ে শোনানো হয়। সভায় বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক জঙ্গি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, ইউপি ছাত্রলীগের অভি দাশ,বাবু রাখাল চন্দ্র দাশ,ফতেপুর ইউনিয়ন ছাত্রলীদের সাবেক সভাপতি আব্দুর রকিব সুমন,আওয়ামীলিগ নেতা সাফি মিয়া,জহির উদ্দিন,মঈন উদ্দিন মেম্বার ও মুক্তিযোদ্ধা পরিমল মেম্বার প্রমুখ।সভাপতির বক্তব্যে আব্দুল কাহির চৌধুরী শোকাবহ আগষ্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্যকে নির্মম হত্যার নিন্দা ও জড়িতদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবী জানিয়ে ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌঃ, আওয়ামীলিগ নেতা মরহুম হামদু মিয়া,লালা মিয়া সহ মরহুম সকল আওয়ামীলিগ নেতার সৃতি স্বরনে বক্তব্য দেন। সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জঙ্গিবাদ বিরোধী কমিঠি গঠনের সিদ্ধান্ত সহ যুবলীগের ইউনিয়ন কমিঠি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।