আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ
রাজনগরে মা ও নববধুকে পিতার বাড়ীতে রেখে ভাত সিন্ধ করার কতা বলে ঘরের মধ্যে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউপি কাশিপুর গ্রামে। এ রিাপোর্ট লেখা পর্যন্ত ধর্ষিতা কিশোরী মৌলভীবাজার সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডের ২৭নং ব্রেডে গত ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় ধর্ষিতার পিতা রাজনগর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে ধর্ষিতার মা সাংবাদিকদের জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষিতা সহ তার মা জানান, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী বাড়ীর খলিল মিয়ার লম্পট পুত্র খালেদ মিয়া (২৫) ভাত সিন্ধ করে দেয়ার কতা বলে ধর্ষিতাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় সে হাল্লা -চিৎকার করার চেষ্টা করলে তাকে ভয় দেখিয়ে ধর্ষন করে। ঘটনাটি স্থানীয় মাতব্বররা ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছেন বলে ধর্ষিতার মা জানান।ঘটনাস্থল পরিদর্শন করে আসা রাজনগর থানার এস,আই উত্তম জানান, হাসপাতাল কতৃপক্ষ কতৃক ধর্ষিতা হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর শুনে আমি সরেজমিন পরিদর্শন করেছি,কিন্তু ধর্ষিতার পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।