ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ধর্ষক শিপার মিয়াকে আটক ও ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে। জানা যায়- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের এক শিশু ছাগল চরানোর জন্য হাওরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খাস প্রেমনগর গ্রামের জাহির মিয়ার পুত্র শিপার মিয়া (২৫) শিশুটিকে জোরপূর্বক পার্শ্ববর্তী শিমুল গাছের নিচে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি তার মা বাবাকে জানালে শিশুটির বাবা রাজনগর থানায় একটি মামলা (নং-১২) করেন। এর প্রেক্ষিতে রাজনগর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়। এ সময় ধর্ষক শিপার মিয়া পালিয়ে যাবার চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।