ঝালকাঠি প্রতিনিধি:
রাজাপুরে যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
আহত হয়েছেন মোটরসাইকেল আরেক নারী আরোহী।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রাজাপুর উপজেলার আলগি গ্রামের সেলিম হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (১৮) ও মোটর সাইকেল আরোহী পটুয়াখালির রুহুল আমিনের ছেলে খলিল হোসেন (৩৫)।
শনিবার বিকেল ৫টার দিকে রাজাপুর উপজেলার পিংড়ি মিলবাড়ি এলাকার খুলনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে, জানায় পুলিশ।
রাজাপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) হারুন অর রশিদ জানান, মোটরসাইকেল চালক সজীব ২জন আরোহী নিয়ে ভান্ডারিয়া থেকে উত্তর পিংড়ি যাচ্ছিলো । পথিমধ্যে পিংড়ির মিলবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ভান্ডারিয়াগামী সাউথ বেঙ্গল নামক একটি যাত্রীবাহি বাস মোটরসাইকেলটি সামনাসামনি ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা সবাইকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর ডাক্তার চালকসহ মোটরসাইকের ওই আরোহীকে মৃত ঘোষণা করেন।
আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী নিহত খলিল হোসেনের খালাতো বোন শারমিন আক্তার বর্তমানে চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগি পালিয়ে গেছে, জানিয়ে পরিদর্শক হারুন অর রশিদ বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।