রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার তিন ইউনিয়নের আ’লীগের চেয়ারম্যান পদের প্রার্থীদের হাতে দলের মনোনয়নপত্র আনুষ্ঠানিক ভাবে তুলে দেয়া হয়েছে। গত কাল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের উপস্থিতিতে দলের মনোনয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি স্থানীয় মুক্তিযেদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, সাবেক উপজেলা চেয়ার্যান ও আ’লীগ নেতা আকবর হোসেন হিরো, আলহাজ্ব আজিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য যে, প্রথমে দলের তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলের প্রার্থীদের নাম কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। এরই প্রেক্ষিতে দলের কেন্দ্রীয় ভাবেও সদর ইউনিয়নে গোলাম কিবরিয়া, কোদালকাটিতে হুমায়ুন কবির ছক্কু ও মোহনগঞ্জ ইউনিয়নে আব্দুল বারী সরকারকে দল থেকে মনোনয়ন দেয়া হয়।