ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ আবদুল হালিম (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাউতনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুল হালিম ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামের জাবেদ আলীর ছেলে।
র্যাব -১৩ নীলফামারী সিপিসি-২ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আসাদুর জামান বিষয়টি নিশ্চিত করেছেন।