রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ রাণীশংকৈল উপজেলার অদুরে রাতোর ইউনিয়নের ভেলাই জবেদা খাতুন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের ব্যাপক অনিয়ম ও দূর্নীতির কারনে সরকারি বরাদ্দের টাকা স্থগিত হওয়ার এক অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, ভেলাই জবেদা খাতুন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংটি গত ২০০৫ সালে স্থাপিত হয়। যার রেজিঃ নং- ২১৭। এতিমখানায় সরকারি নিয়ম অনুযায়ী নিবাসির সংখ্যা ১৩ জন ও বেসরকারিভাবে ১৩ জন সহ মোট ২৬ জন ছাত্র থাকার কথা থাকলেও সেখানে কোন প্রকার নিবাসি নেই। এতিম খানার সম্পাদক সোহেল রানা দীর্ঘদিন যাবৎ নামেমাত্র কমিটি ও ভুয়া ছাত্র নিবাসি সংখ্যা দেখিয়ে সরকারি অনুদানের টাকা নিজেই আতœসাত করে আসছিলেন বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম জানতে পেরে ঐ এতিমখানায় একাধিকবার সরেজমিন পরিদর্শনে ঘটনার সত্যতা খুঁজে পান। এদিকে এতিমখানার সম্পাদক সোহেল রানা নিবাসির সংখ্যা উপস্থিতির জন্য লিখিত প্রতিশ্রুতি দিয়েও তা দেখাতে পারেনি। অবশেষে সমাজসেবা কর্মকর্তা সরকারি অনুদানের ১ লক্ষ ৫৬ হাজার টাকা ক্যাপিটেশন গ্রাউন্ড স্থগিত করে দেন বলে আমাদের প্রতিনিধিকে জানান। এ ব্যাপারে সম্পাদক সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তাকে খুঁজে পাওয়া যায়নি।