আনোয়ার হোসেন আকাশ ॥
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন বিকাল ৪টা বাজতেই শেষ ঘন্টার অবসান ঘটবে। মোট ইউনিয়ন ৮টি, সীমানা নির্ধারনি মামলা জটিলতার কারণে ৩ টি ইউনিয়নে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ৫টি ইউনিয়নে ১৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ১নং ধর্মগড় ইউনিয়নে ২০ দল সমর্থিত লোকমান হোসেন (ঘোড়া), আ’লীগ মনোনীত সফিকুল ইসলাম(নৌকা), স্বতন্ত্র আবু হানিফ (আনারস), জাতীয় পার্টি মনোনীত শরিফ উদ্দীন (লাঙ্গল), ২নং নেকমরদ ইউনিয়নে আ’লীগ মনোনীত আবুল হোসেন (নৌকা), ২০ দল সমর্থিত মাকসুদুর রহমান (ঘোড়া), স্বতন্ত্র এনামুল হক(আনারস), ৪নং লেহেম্বা ইউনিয়নে আ’লীগ মনোনীত আবুল কালাম(নৌকা), ২০দল মনোনীত হাসান আলী(ধানের শীষ), আ’লীগ বিদ্রোহী তাহের আলী মাষ্টার (আনারস) ও দুলাল হোসেন(হাতুড়ী), জাতীয় পার্টি মনোনীত সফিকুল ইসলাম(লাঙ্গল), ৬নং কাশিপুর ইউনিয়নে আ’লীগ মনোনীত আব্দুর রউফ(নৌকা), আ’লীগ বিদ্রোহী মাহাতাব উদ্দীন(আনারস), ২০দল মনোনীত আফাজ উদ্দীন(ধানের শীষ), ৭নং ইউপি আ’লীগ মনোনীত শরৎ চন্দ্র রায় (নৌকা), আ’লীগ বিদ্রোহী আব্দুর রহিম(আনারস) স্বতন্ত্র জবদুল(মোটরসাইকেল)। নির্বাচন অফিস সুত্রমতে, স্বতন্ত্র প্রার্থী ৮, বাংলাদেশ আ’লীগের ৫, ২০ দলীয় জোটের ৩, জাতীয় পার্টির ২ ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির ১ জন চেয়ারম্যাান প্রার্থী রয়েছেন। এ ছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৬৩ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৭৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। ৪৯টি ভোটকেন্দ্রে ৮৪,৪৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, রাণীশংকৈল উপজেলায় বরাবরই সুষ্ঠু নির্বাচন হয়ে আসছে। এলাকার মানুষ শান্তিপ্রীয়। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নাই। তবে প্রশাসনিক তৎপরতা অব্যাহত আছে থাকবে। র্যাব বিজিবির টহল অব্যাহত আছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।