রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ধুলঝাড়ি থেকে সাইফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তি ৬ বোতল ফেন্সিডিলসহ থানা পুলিশের হাতে আটক হয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে থানা পুলিশের এসআই আব্বাসের নিতৃত্বে অভিযান চালিয়ে তার বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয় বলে থানা সুত্রে জানা যায়। সাইফুল উপজেলার ধুলঝাড়ি গ্রামের হাসমত আলীর ছেলে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি১(বি) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা ১০/১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬।