রাণীশংকৈল ( ঠাকুরগাও ) সংবাদদাতা ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈলে উপজেলায় গোপন সংবাদের ভিক্তিতে রাত-১১ টায় এস আই আহাসান হাবিব ও এস আই ফজলু করিম চার জন পুলিশ কনস্টবল নিয়ে বারোঘরিয়া গ্রামে মদন কুমার এর বাড়ী থেকে দুইটি ডিসকোভার ১২৫ ও ১ টি ১০০ সিসি গাড়ী উদ্ধার করে এবং কুক্ষত মোটরসাইকেল চোর। আব্দর রাজ্জাক কে গ্রেফতার করে এবং বাড়ীর মালিক মদন কুমার ঘটনা স্থল থেকে পালিয়ে যায় রাণীসংকৈল থানার ওসি রেজাউল করিম বলেন আমরা তাকে বার বার গ্রেফতার করে জেল হাজোতে পাঠায় কিন্তু আইনের ফাক ফুকুর দিয়ে মোটরসাইকেল চোর বেরিয়ে আসে