রাণীশংকৈল,( ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে গত ১৬ আগষ্ট বিঞ্চপুর গ্রামে জমি সংক্রান্ত ঘটনায়দুপক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলার মৃত্যু , ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনা স্থলে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার পরিদর্শন করেছে।
জানাযায়, ৪ শতক জমির বিরোধ নিয়ে গত ১৫ আগষ্ঠ উপজেলার বিঞ্চপুর গ্রামে নবাব ও শহিদুলের সংর্ঘষ হয়। এসময় শহিদুল ইসলাম (৩৫) আহত হয়ে পীরগঞ্জ হাসপাতালে ও বড় ভাই আসিরুল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। পরদিন মঙ্গলবার নবাবের ভার্গিনা দুলাল ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের স্ত্রী পারভীন আকতার (২৫) কে জখম করে এবং ঘটনা স্থলেই পারভীন মারা যায়। এ ব্যাপরে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয় নিয়ে মামলার প্রক্রিয়া চলছে । ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহাম্মেদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।