রাণীশংকৈল,( ঠাকুরগাও) সংবাদদাতা ঃ
জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে ১৫ আগষ্ট শোক দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোক র্যালী, কালো ব্যাচ ধারণ করে উপজেলা হলরুমে হামদ-নাত, গজল, কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী। গেষ্ঠ অব অনার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম প্রমুখ। উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ মহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। অপরদিকে নেকমরদ উপশহরে বঙ্গবন্ধু কলেজ, রানীশনকৈল জাতীয় মানববাধিকার সাংবাদিক সংস্থা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।