রাণীশংকৈল ( ঠাকুরগাও ) সংবাদদাতা ঃ স্কুল ছাত্রীকে উত্তক্ত করার অপরাধে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১ যুবককে ২ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জানাযায়,উপজেলায় বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে বনগাঁও গ্রামের নাসিরুলের পুত্র ইউসুফ আলী (২৩) দীর্ঘ দিন ধরে উত্তক্ত করে আসছিল। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা না হওয়ায় স্কুল ছাত্রীর পিতা জুলফিকার আলী স্থানীয় প্রশাসন কে বিষয়টি অবহিত করেন। এ বিষয়ে গত মে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভূমি মাশফাকুর রহমান প্যানেল কোটের ২০৯ ধারা মতে অভিযুক্তকে ২ মাসের কারাদন্ড প্রদান করেছেন।