রাণীশংকৈল,( ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে বিভিন্ন জলাশয়ে মৎস্য অবমুক্ত করার জন্য মৎস্য ব্যাবসায়ীদের কাছে দরপত্রের মাধ্যামে মৎস্য ক্রয় না করার কারণে মৎস্য ব্যাবসায়ীরা বিপাকে পড়েছে।
স্থানীয় মৎস্য ব্যাবসায়ীরা জানান, প্রতিবছর মৎস্য ক্রয় করার জন্য দরপত্র আহবান করা হয়, কিন্তু এবার মৎস্য কর্মকর্তা দরপত্র আহবান না করে নিজে লাভবান হওয়ার জন্য গোপনে অন্যত্র মৎস্য ক্রয় করবেন বলে আমাদের জানিয়েছেন। ফলে আমরা স্থানীয় ব্যাবসায়ীরা এবার মাছের পোনা সরবরাহ করতে না পারলে বেকার হয়ে পড়বে।
এদিকে মৎস্য পোনা স্থানীয় ব্যাবসায়ীদের কাছে ক্রয় না করা প্রসঙ্গে গত ১৭ আগষ্ট মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, সরকারী মৎস্য বীজ উৎপাদন খামার থেকে পোনা ক্রয় করা হয়েছে। এ ব্যাপারে পোনা মাছ সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন,নিয়ম অনুযায়ী আমরা এবার সরকারী হেচারীতে পোনা মাছ ক্রয় করে অবমুক্ত করবো।