রানীশংকৈল সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কোচল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেওয়ায় প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে এলাকা বাসি। ঘটনা স্থলে গিয়ে থানা পুলিশ শিক্ষককে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানাযায়, কোচল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ৩য় শ্রেনীর ছাত্রী রিংকি কে ১শত ওপিন কে ৪শ, ৪র্থ শ্রেনীর দিপালি কে ৪শ টাকা দেয়। এমনি ভাবে প্রায় ৫০ জন শিক্ষার্থী টাকা কম দেয়ায় গত ১৭ জুলাই স্থানীয় লোকজন প্রধান শিক্ষক কে ঘরে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। অপর দিকে বিদ্যালয়ের কমিটি করার নামে ৬ জনের কাছে ৩ হাজার করে টাকা নেয় কমলা কান্ত মনোনয়ন প্রত্যাহার করে ও তাকে টাকা ফেরৎ দেয়নি।এ সময় থানার এস আই আব্বাস আলী, সংশ্লিষ্ঠ্য ইউপি চেয়ারম্যান আবুল কালাম সহকারি শিক্ষা কর্মকর্তা মুঞ্জুরুল হোসেন অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করে। পরবতীতে বিষয়টি নিয়ে বিচার শালিস করার আশ্বাস দেন। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাদের টাকা কম দেওয়া হয়েছে। সহকারি শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হোসেন বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *