শফিউল আলম শফি,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
রৌমারী ও রাজিবপুর উপজেলাকে জামালপুরের সাথে অর্ন্তভুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং কুড়িগ্রামের সাথে রাখতে সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত। রোববার দুপুরে শহরের কলেজ মোড়ের দোয়েল চত্তর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চলচিত্র পরিচালক ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা রৌমারী ও রাজিবপুর উপজেলাকে জামালপুরের সাথে অর্ন্তভুক্ত করার ষড়যন্ত্রের জোড় প্রতিবাদ জানান। ব্রহ্মপুত্রের উপর সেতু নির্মাণ করে রৌমারী ও রাজিবপুর উপজেলার সাথে জেলা শহর ও সারাদেশের সড়ক যোগাযোগের আওতায় নিয়ে আসার দাবী করেন।