রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ হওয়ায় রৌমারী ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অভিনন্দন র্যালি করেছে। সোমবার সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কলেজ ক্যাম্পাসে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলাম জীবন, উপাধ্যক্ষ আব্দুল ওহাব, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, প্রভাষক শাহজামাল, প্রভাষক তৈয়বুর রহমান, প্রভাষক এমআর ফেরদৌস প্রমূখ। বক্তারা দীর্ঘদিনের প্রত্যশা রৌমারী ডিগ্রি কলেজকে সরকারী করণের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।