লালমনিরহাট প্রতিনিধি
উদপাদন ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে নাবীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন -২য় পর্যায়) প্রকল্পের অবহিতকরণ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও ‘স্বপ্ন -২য় পর্যায়’ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান। বক্তব্য দেন ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, সুইডেন এ্যামবাসি একরামুল হক হোসেল। জাতীয় প্রকল্প ব্যবস্থাপক স্বপ্ন -২য় পর্যায় রোজী আকতার, লালমনিরহাট জেলা প্রাশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক। কর্ময়ালায় প্রকল্পের ১ম পর্যায়ের ফলাফলের উপর ডকুমেন্ট্রি উপস্থাপন করেন স্বপ্ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক। কর্মশালার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন স্বপ্ন -২য় পর্যায় ইউএনডিপি বাংলাদেশ রিজিওনাল কোর্ডিনেশন এনালিস্ট আহমাদুল কবীর আকন। কর্মশালার মূল আলোচনার বিষয় ছিল – প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, কাংখিত ফলাফল, বাস্তবায়ন কৌশল, বিআইডিএস কর্তৃক ১ম পর্যায় এর মূল্যায়ণ ফলাফল, উপকারভোগী মহিলা নির্বাচনের অভিজ্ঞতা, সবল দিক, বাধা সমুহ, সমাধান কৌশল, স্থানীয় পর্যায়ের স্টেকহোল্ডার (উপজেলা স্বপ্ন সেল, ইউনিয়ন পরিষদ, সহযোগি এনজিও, ব্যাংক) এর দায়িত্ব ও কর্তব্য এবং উপকারভোগী মহিলা নির্বাচন প্রক্রিয়া।
কর্ময়ালায় লালমনিরহাট জেলা সদর উপজেলা ও হাতিবান্ধা উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিববৃন্দ, এনজিও প্রতিনিধি, সহযোগী সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ে প্রকল্প সংশ্লিষ্ট বিভাগী প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।