এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে গত সোমবার ( ৮মে-২৫ শে বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ) বিকেল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপক ছিলেন প্রভাষক,লালমনিরহাট সরকারি কলেজ মোঃ তাজুল ইসলাম। আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও অধ্যাপক (অবঃ) আব্দুল মজিদ মন্ডল। রবীন্দ্রনাথের রচিত কবিতা পাঠ করেন কবি ও কথাসাহিত্যিক সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লালমনিরহাট মোছাঃ আফরোজা খাতুন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ক্যাপটেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, স্থানীয় সরকার (ডিডিএলজি) রফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন, সম্মেলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি মজিবুর রহমান।
পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ মনোমুগ্ধকর সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *