নাজমুল হুদা পারভেজ
গতকাল শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে ষষ্ঠ ধাপে কুড়িগ্রামের চিলমারীতে ইউপি নির্বাচনের পালে হাওয়া লেগেছে। প্রার্থীদের প্রতীক নির্ধারিত হওয়ার সাথে সাথেই বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজিয়ে,মাইকিং এ প্রার্থীদের পক্ষে গান ও স্লোগান প্রচারের মধ্যদিয়ে ইউপি নির্বাচনি হাওয়া ছড়িয়ে পরেছে গ্রামে গঞ্জে পথে-প্রান্তরে,চা-পানের দোকান সর্বত্র। এবারেই প্রথম ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) এর মাধ্যমে চিলমারী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৮টা থেকে উপজেলা নির্বাচন অফিস চত্বরে কমিশন ঘোষিত ষষ্ঠ দফায় ইউপি নির্বাচনের প্রার্থীদের প্রতীক নেয়ার জন্য উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ পদে যে সকল প্রার্থী চুড়ান্ত ভাবে বাছাই হয়েছেন তারা এবং তাদের সমর্থকদের পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে গোটা উপজেলা পরিষদ চত্বর। রিটার্নিং অফিসারের নিকট থেকে পছন্দের প্রতীক পাওয়া মাত্রই বরাদ্দের প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক। উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩২জন , সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৯ জন এবং সাধারণ ইউপি সদস্য পদের বিপরীতে মোট ১৯০ জন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পান।

এদের মধ্যে রমনা মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন প্রার্থীরা হলেন, মোঃ আজগার আলী সরকার (নৌকা) গাজী মো. শিবলী আকন্দ (চশমা), মো. হাবিবুর রহমান (আনারস), মো. নুর আলম (টেবিলফ্যান), মো. গোলাম আশেক আকা (মোটর সাইকেল), মোঃ নুর-ই-ইলাহী তুহিন (ঘোড়া), মো. রাশেদুল ইসলাম রাসেদ (হাতপাখা), মো. ওবাইদুল হক হিরু (টেলিফোন), মো, জোবাইদুল ইসলাম সুইট (অটো রিক্সা)। এছাড়াও ১৪জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৫৬জন সাধারণ সদস্য প্রতীক পান।

থানাহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে, আব্দুর রাজ্জাক মিলন (নৌকা), মো. হালিমুজ্জামান বাবলু (আনারস), মোঃ হুমায়ুন কবির (মোটর সাইকেল), মো. রেজাউল কবির (চশমা), মো. মহিউদ্দিন আহমেদ(টেলিফোন)। এছাড়াও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৫৪ জন সাধারণ সদস্য পদে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ পান।

অষ্টমীর চর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেন, মোঃ আবু তালেব ফকির (নৌকা), মোঃ সোহরাব হোসেন (আনারস), নজরুল ইসলাম-১ (ঘোড়া), নজরুল ইসলাম-২(চশমা)। এছাড়াও ১০জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ২৮জন সাধারণ সদস্য তাদের প্রতীক বরাদ্দ পান।

চিলমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে মোঃ গয়ছল হক মন্ডল (নৌকা), মো. আমিনুল ইসলাম (চশমা), মোঃ রিয়াজুল হক যোদ্দার (আনারস)। এছাড়াও ১২জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ২৩জন সাধারণ সদস্য তাদের পছন্দের নানা প্রতীক বরাদ্দ পান।

রাণীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন প্রার্থীর মধ্যে, মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (নৌকা), মো. আতিকুর রহমান (অটোরিক্সা), মো. আব্দুল করিম (মোটর সাইকেল), মো. সাজেদুল ইসলাম দারোগা (আনারস), সাঈদী হাসান মিঠু (টেলিফোন), মোছাঃ জাহানারা বেগম (ঘোড়া), শিমুল মন্ডল (চশমা)। এছাড়াও ১৫জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ২৯ জন সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পান।

আগামী ৩১ জানুয়ারি উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণের মধ্য দিয়ে প্রাথীদের ভাগ্য নির্বাচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *