এইচ.এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে:
ঝিনাইদহের শৈলকুপায় ৩০ পুরিয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার পদমদী গ্রামের নজির খা’র ছেলে রমজান আলী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় শেখপাড়া বাজারে বিশেষ অভিযান চালিয়ে রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই অজয় কুমার কুন্ডু ৩০ পুরিয়া গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী রমজান দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো বলে পুলিশ জানিয়েছে। তাকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।