শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় অসিম জোয়ার্দ্দার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাসষ্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসিম জোয়ার্দ্দার শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, অসিম বাই সাইকেলে করে গাড়াাগঞ্জ বাসষ্টান্ডে রাস্তা পার হতে গেলে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।