এইচ.এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে :
ঝিনাইদহের শৈলকুপা থানায় সাজাপ্রাপ্ত ২ আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ডাঙ্গিপাড়া গ্রামের তিলরাম বিশ্বাসের ছেলে ইমদাদুল ইসলাম (৩৪) ও ১ বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী কোর্টপাড়া এলাকার মৃত ঈমান আলীর ছেলে লুকমান হোসেন (৬০) এবং চুরি মামলার আসামী কাচেরকোল গ্রামের বাদশা শেখের ছেলে সাগর শেখ (২০)।
শৈলকুপা থানার এস,আই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।