ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে গতকাল ২১ সেপ্টেম্বর। দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ এর সহযোগীতায় ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে “দারিদ্রতাই বাল্য বিবাহের মূল কারণ” শীর্ষক এ বিতর্ক প্রতিযোগীতায় বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে। সহকারী শিক্ষক মো: ফুয়াদ ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিকাশ রঞ্জন রায়, সিনিয়র শিক্ষক ফনীভূষণ রায় চৌধুরী ও সহকারী শিক্ষক মুন্নি শীল। তাদেরকে সর্বাতœক সহযোগীতা করেন সহকারী শিক্ষক মো: তবারক আলী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর পাল, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী এস এ হামিদ, ইয়ূথ লিডার শেখ রায়হানুল ইসলাম প্রমুখ। প্রতিযোগীতায় সেরা বক্তা হিসাবে ১ম স্থান অধিকার করেছে ৯ম শ্রেণী খ শাখার ছাত্রী মুনতাহা বেগম, ২য় স্থান অধিকার করেছে ১০ম শ্রেণী খ শাখার ছাত্রী সাকেরা আক্তার, ৩য় স্থান অধিকার করেছে ৯ম শ্রেণী ক শাখার ছাত্র মহিউদ্দিন রাহী, ৪র্থ স্থান অধিকার করেছে ৮ম শ্রেণী ক শাখার ছাত্র আরিফুর রহমান আবিদ ও ৫ম স্থান অধিকার করেছে ১০ম শ্রেণী ক শাখার ছাত্র তছলিম মিয়া। আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে তাদেরকে পুরস্কৃত করা হবে।